প্রকাশিত: Fri, Mar 29, 2024 12:46 AM
আপডেট: Sun, May 19, 2024 5:36 AM

[১]কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শনে ভুটানের রাজা

শাহনাজ পারভীন: [২] ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্ব পাশে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।

[৩] বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমান বন্দর পৌঁছান ভুটানের রাজা। সেখান থেকে তিনি সড়ক পথে দুপুর ১২টা ১৫মিনিটে কুড়িগ্রাম সার্কিট হাউজে আসেন। 

[৪] কুড়িগ্রামে ভূটানের রাজাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম।

[৫] সেখান থেকে তিনি ধরলার পাড়ের অর্থনৈতিক অঞ্চলে যান। ১৫ মিনিট স্থান পরিদর্শনের পাশাপাশি বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সড়কপথে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।

[৬] কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আজিজ জানান, ধরলার পাড়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে সড়ক, নদী ও রেল পথের সুবিধা মিলবে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে। সম্পাদনা : মুরাদ হাসান,সমর চক্রবর্তী